আড়াই হাজার বছরের পুরনো মিসরীয় মমির সন্ধান

|

ছবি: সংগৃহীত

খ্রিষ্টপূর্ব ৫শ’ অব্দের মমির সন্ধান মিললো মিসরে। রাজধানী কায়রো থেকে দক্ষিণে সাকারা নেক্রোপলিসে পাওয়া যায় প্রায় আড়াই হাজার বছরের পুরনো আড়াইশো মমির কফিন। খবর রয়টার্সের।

ছবি: সংগৃহীত

প্রাচীন মিসরীয় দেবদেবীর দেড়শো ব্রোঞ্জের মূর্তিও খুঁজে পান পুরাতত্ত্ববিদরা। কয়েক বছর ধরেই অঞ্চলটির বুবাস্তিয়ান কবরস্থানে চলছিল খোঁড়াখুঁড়ি। ২০১৮ এর এপ্রিলে সর্বপ্রথম সেখানে একটি টানেলের সন্ধান পান পুরাতত্ত্ববিদরা।

ছবি: সংগৃহীত

সোমবার (৩০ মে) নতুন আবিষ্কৃত নিদর্শনগুলো তুলে ধরে দেশটির প্রত্নতত্ত্ব বিভাগ। রঙিন কাঠের কফিনে রাখা ছিল উদ্ধার হওয়া মমিগুলো। ব্রোঞ্জের বিভিন্ন পণ্যসহ ঐতিহাসিক সভ্যতার আরও নানা নিদর্শন মেলে সেখানে। পাওয়া গেছে প্রাচীন মিসরীয় কাগজ প্যাপাইরাসে লেখা কয়েকটি কবিতাও। মাটি খুঁড়ে পাওয়া গেছে চিরুনি, চোখের কাজল, চুড়ি, কানের দুল, গলার হারসহ প্রাচীন আমলের নানা প্রসাধন সামগ্রীও।

আরও পড়ুন: মোনালিসার চিত্রকর্মে কেক মাখিয়ে দিলেন দর্শনার্থী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply