মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উদ্দেশে বিমান বাহিনীর ১২৫ সদস্যের ঢাকা ত্যাগ

|

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন- মিনুস্কায় যোগ দিতে বাংলাদেশ বিমান বাহিনীর ১২৫ জন সদস্য মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তারা। বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিদায় জানান। শান্তিরক্ষা মিশনগামী বানামুহু-৩ কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন গ্রুপ ক্যাপ্টেন মো. আহসানুর রহমান।

মিনুস্কায় বাংলাদেশ বিমান বাহিনীর সমরাস্ত্র ব্যবহারে সক্ষম এবং নাইটভিশন প্রযুক্তি সমৃদ্ধ তিনটি এমআই-১৭১ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিবদমান সংঘাত নিরসনে বিমান বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply