ব্রাজিলে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ১০৭

|

ছবি: সংগৃহীত

ব্রাজিলে প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১০৭ জনে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দাবি, এখনো ১১ জন নিখোঁজ রয়েছে। খবর বার্তা সংস্থা এপির।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ‘পার্নামবুকো’ রাজ্য। ২৪টি পৌরসভায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। আশ্রয়কেন্দ্রে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ ঠাঁই নিয়েছেন। দুর্গত এলাকাগুলো থেকে উদ্ধার করা হয়েছে আরও ১৮ হাজার বাসিন্দাকে। ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সহায়তায় চলছে অনুসন্ধান। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় বহু এলাকায় পৌঁছানো যাচ্ছে না জরুরি ত্রাণ সেবা।

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ ১৭৫ জন প্রাণ হারান এই রাজ্যে। চলতি বছর চতুর্থ দফায় প্রবল বন্যা ও ভূমিধসের কবলে পড়লো লাতিন দেশ- ব্রাজিল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply