উয়েফা নেশন্স লিগে গ্রুপ টু’এর ম্যাচে বৃহস্পতিবার (২ জুন) রাতে পরসপরের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও পর্তুগাল। স্পেনের বেনিতো ভিলামারিন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১ টায়।
এর আগে, চার মুখোমুখি দেখায় সব কটিতেই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। এজন্য এ ম্যাচেও ফলাফল আসার সম্ভাবনা খুব কমই দেখছেন বিশ্লেষকরা। তবুও শক্তি, সামর্থে পর্তুগাল থেকে এগিয়ে থাকবে স্পেন। সেন্ট্রাল ব্যাক অ্যামেরিক লাপোর্তা ও মিডফিল্ডার পেদ্রিকে ইনজুরি সমস্যায় পাচ্ছে না স্পেন।
এদিকে, স্পেনের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেজ, ম্যানইউর এই দুই পর্তুগিজ তারকা আজ দলের জন্য হতে পারেন কাণ্ডারি। কোনো মতে বিশ্বকাপের টিকেট পাওয়া পর্তুগালের সেরা ছন্দে ফেরার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটি।
/এসএইচ
Leave a reply