নাটোরে ধানের অবৈধ মজুদ ও ওজনে কারচুপি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে ১,১৬৯ মেট্রিকটন ধান অবৈধ মজুদ রাখা এবং ওজনে কারচুপির অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেn ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, চাঁচকৈড় বাজারে আল আমিন অটো রাইস মিল এবং বিলাস এন্টারপ্রাইজে র‍্যাবকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আল আমিন অটো রাইস মিলের গুদামে অবৈধভাবে ১,১৬৯ মেট্রিকটন ধান মজুদ রাখা এবং বিলাস এন্টার প্রাইজে ওজনে কারচুপির প্রমান মেলে।

এ অপরাধে আল আমিন অটো রাইস মিলের স্বত্বাধিকারী আপেল মাহমুদকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এবং বিলাস এন্টার প্রাইজের মালিক বয়েজ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আগামী ৭ দিনের মধ্যে মজুতকৃত ধান বিক্রি করার আদেশ দেয়া হয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply