চিকিৎসাসেবার পরিধি বাড়াতে ডাক্তার ও নার্স নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

|

চিকিৎসা খাতে সেবার পরিধি বাড়াতে ডাক্তার ও নার্স নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সকালে বক্ষব্যাধি হাসপাতালে ১৫ সয্যার আইসিইউ ও বঙ্গবন্ধুর মুর‍্যাল উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল ও যন্ত্রপাতির সংখ্যা অনেক। কিন্তু সে তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম। মহাখালী বক্ষাব্যাধি হাসপাতালে আগে ১০ শয্যার আইসিইউ ছিল বলেও জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন, যক্ষা রোগের সেবা অনেক বেড়েছে। কিন্তু নির্মূল করা যায়নি। আগে প্রতিবছর ৭০ হাজার লোক মারা যেতো। তবেএখন তা ২৯ এ দাঁড়িয়েছে বলেও জানান জাহিদ মালেক।

চিকিৎসা খাতকে ডিজিটালাইজ করা হচ্ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, দিনে দিনে সেবার পরিধি বাড়বে। তাই করোনা নিয়ন্ত্রনে সবাইকে সজাগ থাকতে হবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply