সরকার পতন নিশ্চিতে গণআন্দোলন শুরু করবে বিএনপি: মির্জা ফখরুল

|

সরকার পতন নিশ্চিতে গণআন্দোলন শুরুর জন্য বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিরপেক্ষ সরকার নিশ্চিত করাসহ বেশকিছু দাবি পূরণে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করছে বিএনপি। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে ২০ দলের অন্যতম শরিক কল্যাণ পার্টির সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি।

প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে দুই দলের পক্ষ থেকে জানানো হয়, নিরপেক্ষ সরকার নিশ্চিত করে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য হয়েছে দুই দল।

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মু. ইব্রাহিম বলেন, ‘এ’ রাজনৈতিক দলের বদলে ‘বি’, ‘সি’ বা ‘ডি’ রাজনৈতিক দলকে আনার লক্ষ্য নিয়ে আন্দোলন হচ্ছে না। এ বিশ্বাসটা বাংলাদেশের মানুষের মনে আনতে হবে এবং এ সরকার বদল হলে আগামীতে যে সরকার আসবে তারা গুণগতভাবে অনেক উন্নত হবে। এ আশাটা জনগণের মনে রাখতে হবে।

অন্যদিকে বিএনপি মহাসচিব বলেন, গণআন্দোলন শুরু করার জন্য কাজ করছি। তারই অংশ হিসেবে কল্যাণ পার্টির সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে এ সরকারের পদত্যাগ করা উচিত। পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply