ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ৮ নারী

|

বেনাপোল প্রতিনিধি:

বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন নারী। তাদের সঙ্গে রয়েছে এক শিশুও। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। তাদের বাড়ি হবিগঞ্জ, জয়পুরহাট, যশোর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

ভারতফেরত সোনিয়া আক্তার বলেন, সংসারে অভাব অনটনের কারণে আয় রোজগারের আশায় দালালের মাধ্যমে ভারতের মুম্বাইয়ে যান তিনি। পরে সেখানে অবৈধভাবে বসবাস করার অভিযোগে পুলিশ তাদের আটক করে জেলা হাজতে পাঠায়। সেখান থেকে নবজীবন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে বলে জানালেন তিনি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, ট্রাভেল পারমিটে ফেরা বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর মুহিত হোসেন বলেন, প্রথমে তাদের যশোর শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply