ভ্যাকসিন না নেয়া বিদেশিদের জন্য কোয়ারেন্টাইন আর বাধ্যতামূলক রাখছে না দক্ষিণ কোরিয়া

|

ভ্যাকসিন গ্রহণ করেননি এমন বিদেশিদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের বিধিনিষেধ তুলে নিলো দক্ষিণ কোরিয়া। শুক্রবার (৩ জুন) দেশটির প্রধানমন্ত্রী হান ডাক সু এ ঘোষণা দেন।

দক্ষিণ কোরীয় প্রধানমন্ত্রী জানান, ৮ জুন থেকে কার্যকর হবে এ নিয়ম। তবে জারি থাকবে দেশটিতে যাওয়ার আগে ও পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ জমা দেয়ার নিয়ম। মূলত করোনা সংক্রমণ কমে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

একই সাথে আন্তর্জাতিক ফ্লাইট প্রবেশের ক্ষেত্রে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়েছে। ফ্লাইট পরিচালনায় সময় সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে বিধিনিষেধ শিথিলের এ সিদ্ধান্ত। এ সমস্যার কারণে টিকেটের সংকট এবং আকাশপথে ভ্রমণ ব্যয় বেড়ে গেছে দেশটিতে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply