তুরস্কের মুদ্রাস্ফীতি ২৩ বছরে সর্বোচ্চ

|

তুরস্কে বেড়েই চলেছে জীবন যাত্রার ব্যয়। গেলো ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখছে দেশটি। গেলো মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৫ শতাংশ।

ফাইন্যনসিয়াল টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, তুরস্কের ইতিহাসে ১৯৯৮ সালের পর এটিই সর্বোচ্চ মূল্যস্ফীতি। এপ্রিলে এর হার ছিলো প্রায় ৭০ শতাংশ। ফলে সবকিছুর দাম লাগামহীন হয়ে পড়ছে সাধারণ মানুষের কাছে। বাড়ছে অস্বস্তি। গেলো ডিসেম্বর থেকেই লাগামহীন জ্বালানি তেল এবং খাদ্যদ্রব্যের দাম।

তবে তুরস্কের রাষ্ট্রপতি দাবি করেছেন, তিনি একটি নতুন অর্থনৈতিক মডেল শুরু করছেন যা দেশের দীর্ঘস্থায়ী বাণিজ্য ঘাটতি দূর করে মুদ্রাস্ফীতি কমাতে সাহায্য করবে এবং রফতানি বৃদ্ধি পাবে।

অনেকের ধারণা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অর্থনৈতিক নীতির কারণে এমন সংকট তৈরি হচ্ছে। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধও ব্যাপক প্রভাব ফেলেছে বলে মন্তব্য দেশটির অর্থনীতিবিদদের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply