অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে লঙ্কানদের বোলিং কোচ মালিঙ্গা

|

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন লাসিথ মালিঙ্গা।

২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়া এই পেসার দলের সাথে থাকলে দলের জন্য ভালো হবে বলে তাকে নিয়োগ দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। একই সাথে বোর্ড জানায়, শ্রীলঙ্কা ক্রিকেটের বিশ্বাস, মালিঙ্গার অভিজ্ঞতা দলকে এই গুরুত্বপূর্ণ সিরিজে দারুণভাবে সাহায্য করতে যাচ্ছে।

অবশ্য এর আগেও লঙ্কানদের বোলিং কোচের দ্বায়িত্ব পালন করেছেন মালিঙ্গা। এই বছরেই অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বোলিং কোচের ভূমিকায় ছিলেন মালিঙ্গা। সেই সিরিজে লঙ্কানরা ৪-১ ব্যবধানে সিরিজ হারলেও দলটির বোলিং ছিল দুর্দান্ত।

২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ঝাকড়া চুলের এই পেসার। নিজের অবসরের সময় ছিলেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার। যদিও পরবর্তীতে সেই রেকর্ড ভাঙেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

আরও পড়ুন: সঙ্কটময় সময়ে শ্রীলঙ্কা সফরে এসে যে বার্তা দিলেন ফিঞ্চ

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply