২৫ বছর পর বেলজিয়ামের বিপক্ষে জয়ের স্বাদ পেলো নেদারল্যান্ডস

|

২৫ বছর পর বেলজিয়ামের বিপক্ষে জয়ের স্বাদ পেলো নেদারল্যান্ডস। মেমফিসের জোড়া গোলে বেলজিয়ামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ডাচরা। দিনের আরেক ম্যাচে ফেভারিট ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ক।

ব্রাসেলসে গেলো ২৬ বছর কোনো জয় পায়নি নেদারল্যান্ডস। আর ১৯৯৭ সালের পর কখনও বেলজিয়ামকে হারাতে পারেনি ডাচরা। তবে এদিন প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দাপট ছিল নেদারল্যান্ডসের। যেখানে ম্যাচের ৪০ মিনিটে লিড নেয় সফরকারীরা। ফেংকি ডি ইয়ংয়ের পাস থেকে বেরহুইয়ানের শট জায়গা করে নেয় জালে।

আধিপত্য ধরে রেখে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল আদায় করে নেয় নেদারল্যান্ডস। এবার স্কোর শিটে নাম তোলেন মেমফিস। ৬১ মিনিটে স্কোর লাইন ৩-০ করেন ডামফ্রিস। আর ৬৫ মিনিটে মেমফিস নিজের ২য় আর দলের ৪র্থ গোল করলে বড় জয়ের পথে হাটে ডাচরা।

হার নিশ্চিত হবার পর খোলস ছেড়ে বের হবার চেষ্টা করে বেলজিয়াম। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে স্বাগতিকদের হয়ে সান্তনাসূচক গোল করেন বাতসুয়াই। নিজেদের পরের ম্যাচে বুধবার পোল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়াম। আর নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ওয়েলস।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply