কোভিড-১৯’র টিকা কিনতে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন কিরগিজিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আলিমকাদির বেইশেনালিয়েভ । শুক্রবার (৩ জুন) দেশটির সরকারি কৌঁসুলি এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি জানান, গত বৃহস্পতিবার মন্ত্রী ও মন্ত্রণালয়ের আরও দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ২০ লাখ ডোজ টিকা কেনা হয় স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। যেখান থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে মন্ত্রীসহ কর্মকর্তাদের বিরুদ্ধে। চীন, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ এবং সংস্থা থেকে বিনামূল্যে টিকা পেয়েছিল দেশটি। এরপরও বিদেশি কোম্পানির কাছ থেকে বিপুল পরিমাণ টিকা কেনেন তারা।
এর আগে করোনা চিকিৎসায় গাছের বিষাক্ত শিকড় ব্যবহারের পরামর্শ দিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন এই মন্ত্রী।
এটিএম/
Leave a reply