ঢাকার রাস্তায় মেসি, রোনালদোদের দেখুন ‘গলি গ্রাফিতি’তে

|

ঢাকার রাস্তায় গলি গ্রাফিতি।

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স কিংবা ব্রাজিলের রিও ডি জেনেইরো নয়, নয় বিশ্বকাপের আয়োজক দেশ কাতার? বাংলাদেশেই লেগেছে বিশ্বকাপের উন্মাদনা। বিশ্বকাপ ট্রফি ভ্রমণকে উদ্দেশ্য করে রেকর্ড ১২ হাজার স্কয়ার ফিট দেয়াল জুড়ে হচ্ছে গলি গ্রাফিতি।

বাংলাদেশের মানুষের মনে বিশ্বকাপ উন্মাদনা তৈরিই এই গলি গ্রাফিতির মূল উদ্দেশ্য, জানিয়েছেন বেঞ্চমার্কের সিইও আশরাফ কায়সার। তিনি আরও জানান, গ্রাফিতিতে প্রাধান্য দেয়া হচ্ছে বাংলাদেশের পতাকার রং লাল সবুজ। তারকা ফুটবলারদের প্রতিবিম্বের পাশাপাশি জায়গা করে নিয়েছে লোকাল আর্ট। পশ্চিমা ধাঁচের পাশাপাশি এখানে রয়েছে রিকসা পেইন্টের মতো দেশজ ছোঁয়া।

গলি গ্রাফিতির কাজটা করছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্ররা। বিশ্বকাপ নিয়ে উন্মাদনা এই কাজে যোগাচ্ছে বাড়তি ভালোলাগা। ফুটবলের জন্য যে আবেগ কাজ করে তা ছবির মাধ্যমে প্রকাশ করার কথাও বললেন গ্রাফিতি আঁকিয়েরা।

ঢাকার গলিতে সিআরসেভেন।

ম্যারাডোনা, মেসি, নেইমাররা জায়গা করে নিয়েছেন গ্রাফিতিতে। জায়গা হয়নি বাংলাদেশের কোনো ফুটবলারের।

দেয়ালের কোনো ভাষা নেই। কথা বলতে পারেনা দেয়ালের এই গ্রাফিতিও। তবে দেয়ালে আকা এই গ্রাফিতি মনের মধ্যে সৃষ্টি করেছে বিশ্বকাপ উন্মাদনা। কারণ, সামনেই যে আসছে ফুটবল বিশ্বকাপ।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply