শামীম ইস্কান্দারের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে কিনা জানা যাবে ১২ জুন

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারের দুর্নীতি মামলা চলবে কিনা, সে বিষয়ে আপিল বিভাগের আদেশ জানা যাবে আগামী ১২ জুন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ আদেশের এ তারিখ নির্ধারণ করেন।

সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। কিন্তু সে নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা সিদ্ধান্ত নেয় দুদক। ২০০৮ সালে রমনা থানায় মামলা করে সংস্থাটি।

এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী। ২০১৬ সালে এ মামলা বাতিল চেয়ে করা শামীম ইস্কান্দারের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এরপর আবারও মামলা বাতিল চেয়ে আপিল বিভাগে আসেন খালেদার ছোটভাই ও তার স্ত্রী।

এ পর্যায়ে আপিল বিভাগের আদেশে ন্যায় বিচার পাবেন তারা। শামীম ইস্কান্দারের আইনজীবী জানান, বিভাগের আদেশ জানা যাবে আগামী ১২ জুন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply