সীতাকুণ্ডের দুর্ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

|

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় যেন কোনো রকম ত্রুটি না হয় সে বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী চট্টগ্রামে দুর্ঘটনার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বলেও জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এদিকে দুর্ঘটনা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সবশেষ নির্দেশনা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যাচ্ছেন জাহাঙ্গীর কবির নানক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম।

এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে বিশেষ একটি মেডিকেল টিমও চট্টগ্রাম যাবে। ঢাকায়ে নিয়ে আসা দগ্ধদের বিষয়ে খোঁজ নিয়ে ডা. সামন্ত লাল সেন বলেছেন, দগ্ধের পরিমাণ কম হলেও কেউই শঙ্কামুক্ত ন। রোগীদের চিকিৎসায় কোনো রকম গাফিলতি করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply