‘ক্যাপিটল হিলে হামলা মার্কিন গণতন্ত্রকে হুমকির মধ্যে ফেলেছিল’

|

ছবি: সংগৃহীত

ক্যাপিটল হিলে হামলার ঘটনা মার্কিন গণতন্ত্রকে হুমকির মধ্যে ফেলেছিল। সেই ঝুঁকি এখনো শেষ হয়নি। বৃহস্পতিবার কংগ্রেশনাল জন-শুনানিতে উঠে আসে এ পর্যবেক্ষণ। খবর বার্তা সংস্থা এপির।

হাউজ অব রিপ্রেজেন্টিটিভের এই কমিটির নেতৃত্বে রয়েছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা। শুনানি চলাকালে বলা হয়, মার্কিন সংবিধানকে দুর্বল করতেই এ উদ্যোগ গ্রহণ করেছিলেন ট্রাম্প। এর মাধ্যমে জনগণের ইচ্ছাকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছিল। সেই ষড়যন্ত্রের রূপরেখাকে এখনো বাস্তবায়িত করতে চাইছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এমনটা অভিযোগ তোলেন তদন্ত কমিটির সদস্যরা।

রিপাবলিকান সদস্য লিজ চেইন বলেন, হামলায় উসকানি দিয়েছিলেন ট্রাম্প। তিনিই ছিলেন ষড়যন্ত্রের মধ্যমণি।

২০২১ সালের ৬ জানুয়ারি পার্লামেন্ট বা ক্যাপিটল হিলে নাশকতা চালায় ট্রাম্পের সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম- টুইটার ও ফেসবুকের মাধ্যমে এ উসকানিতে ঘি ঢালেন ট্রাম্প।
আরও পড়ুন: আজিয়ান সাগর ইস্যুতে গ্রিসকে কোনো ছাড় নয়: এরদোগান
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply