চলতি জুন মাসেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

|

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

চলতি জুন মাসেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

শনিবার (১১ জুন) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। গত বছরের ডিসেম্বরে এই বিষয়ে সমঝোতা স্মারক সম্পন্ন হয়েছে। তাই যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার শ্রম বাজার চালু করতে কাজ করছে সরকার। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, শ্রমবাজার পুরোপুরি খুলে গেলে ১০ লাখের ওপর শ্রমিক দেশ ছেড়ে যাবে। সরকার তাদের ন্যূনতম খরচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। মন্ত্রী আরও জানান, এ বছর প্রবাসী কল্যাণ ব্যাংকের ৩৫ শাখা খোলা হয়েছে। আগামী বছর আরো ৫০টি খোলা হবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, গত ডিসেম্বর মাসে আমরা চুক্তি সই করলাম। এই জুনের ভেতরেই মানুষের আসা-যাওয়া শুরু হয়ে যাবে।

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীর কাছ থেকেই এসেছিল ভার্চুয়াল আদালতের ধারণা’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply