টানা নয় ইনিংসে ৪টি শতক ও ৫টি অর্ধশতক; যেই সিংহাসনে বাবরই প্রথম

|

ছবি: সংগৃহীত

টানা নয় ইনিংসে ন্যূনতম অর্ধশতক করার কীর্তি গড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে যা প্রথম। শুক্রবার (১০ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয় নিশ্চিত হওয়া ম্যাচে ৭৭ রান করে নয়া এই রেকর্ড গড়েন বাবর।

প্রথম ওয়ানডেতে জেতার পর গতকালও ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারায় পাকবাহিনী। এই ম্যাচে সেঞ্চুরির পথে হাঁটতে থাকলেও ৭৭ রানে থামতে হয় বাবরকে।

গত মার্চে পাকিস্তানের ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ১৯৬ রানের ইনিংস খেলেন বাবর। পাকিস্তান অধিনায়কের অপ্রতিরোধ্য যাত্রার এখানেই শুরু। এর পরের টেস্ট ইনিংসগুলোতে বাবর করেছেন ৬৭ ও ৫৫ রান। বাবরের দুর্বার গতিতে ছুটে চলার পরের তিনটি ইনিংস ওয়ানডেতে। অজিদের বিপক্ষেই যথাক্রমে খেলেছেন ৫৭, ১১৪ ও ১০৫ রানের ইনিংস। মাঝে টি-টোয়েন্টিতেও অ্যারন ফিঞ্চদের বিপক্ষে একবার খেলেছেন ৬৬ রানের ইনিংস। এর পরের দুইটি ইনিংস চলতি ওয়ানডে সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেটিও যথাক্রমে ১০৩ ও ৭৭ রানের ইনিংস।

এর আগে টানা আট ইনিংসে ন্যূনতম অর্ধশতক করার রেকর্ড ছিল বাবরেরই পূর্বসূরী জাভেদ মিয়াঁদাদের দখলে। তবে মিয়াঁদাদের সবগুলো ইনিংসই একদিনের ক্রিকেটে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেও রেকর্ড গড়েছিলেন বাবর। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টানা তিন সেঞ্চুরি দুইবার করার কীর্তি গড়েছেন এই পাকিস্তানি। প্রথমবার ২০১৬ সালে আরব আমিরাতে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টানা তিন ইনিংসে ১২০, ১২৩ ও ১১৭ রানের ইনিংস খেলেছিলেন বাবর।

এরপর ২০২২ সালে অস্ট্রেলিয়ার সাথে ১১৪ ও অপরাজিত ১০৫ রানের দুই ইনিংস খেলার পরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের প্রথম ম্যাচে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন বাবর।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply