হিমসাগর, ল্যাংড়াসহ কয়েক জাতের আমের ভালো ফলনের জন্য সুখ্যাতি আছে মেহেরপুরের। চাহিদা থাকায় এখানকার আম যাচ্ছে ইউরোপ আর মধ্যপ্রাচ্যের দেশে। কিন্তু এ বছর আমের ফলন ভালো না হওয়ায় বাজার দর নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।
এরইমধ্যে গাছ থেকে আম নামানো শুরু হয়েছে। কিন্তু কাঙ্খিত দাম না পাওয়ায় হতাশা বাড়ছে দিন দিন। কৃষি বিভাগ বলছে, আমের বাজার দর নিয়ে চাষিদের প্রতিনিয়ত পরামর্শ দেয়া হচ্ছে।
বাগান মালিকরা বলছেন, অনাবৃষ্টিতে ফলন ভালো হয়নি এবার। অকালেই গাছ থেকে ঝরে পড়ছে আম। দেখা দিচ্ছে কালো দাগ, নষ্ট হয়েছে স্বাদ। কীটনাশক প্রয়োগ করেও প্রতিকার পাচ্ছে না বাগানীরা।
অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, আমের গুণগত মান ভালো না হওয়ায় জেলার বাইরের ক্রেতা আসছে না। তার ওপর এ বছর বেড়েছে শ্রমিক খরচ। ফলে লোকসানের মুখে ব্যবসায়ীরা।
ক্ষতির কথা জানার পর চাষীদের লোকসান কমাতে পরামর্শ দিয়ে দায় সারছে কৃষি বিভাগ। অপরিপক্ক আম না পাড়ার জন্য অনুরোধ তাদের।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সামছুল আলম বলেন, এ বছর মাঝে খরা ছিল। এ সময় আম ঝড়ে পড়ে। তখন আমরা তাদের পরামর্শ দিয়েছিলাম।
চলতি বছর ২ হাজার ৩শ’ হেক্টর জমির আমবাগান থেকে লক্ষ্যমাত্রা পূরণের আশা করেছিল কৃষি বিভাগ।
/এমএন
Leave a reply