‘জনগণ সিদ্ধান্ত নিতে পারলে খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্বে থাকতেন’

|

নজরুল ইসলাম খান। ফাইল ছবি।

জনগণ সিদ্ধান্ত নিতে পারলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্বে থাকতেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (১৩ জুন) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীতে আয়োজিত কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় নজরুল ইসলাম খান দাবি করেন, জনগণ সিদ্ধান্ত নিতে পারলে জেলে থাকতেন বর্তমান প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে অসুস্থ অবস্থায় আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, খালেদা জিয়াকে পাশে পেলে বিএনপির আন্দোলন গতিশীল হবে বলেই সরকার তাকে ছাড়তে চায় না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply