দিনাজপুরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

|

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলা সদরের গোপালগঞ্জ এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১৩ জুন) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেল চালিয়ে দিনাজপুরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে (ভোকেশনাল) যাবার সময় কোম্পানি মোড় এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে নবম শ্রেণির ছাত্র জাহিদ হাসান। এসময় ক্ষুব্ধ এলাকাবাসীরা দিনাজপুর-পঞ্চগড় এবং রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত জাহিদ হাসান দিনাজপুর সদরের এলাকার ফরিদুল ইসলামের ছেলে। সে দিনাজপুরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখায় অটোমোবাইল এবং অটো ইলেকট্রনিক্স বিভাগের নবম শ্রেণির ছাত্র।

কোতোয়ালী থানার ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply