রাঙামাটিতে একদিনের ব্যবধানে বজ্রপাতে মৃত্যু আরও এক শিক্ষার্থীর

|

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়িতে বজ্রপাতে রুপশী চাকমা নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত রুপশী চাকমা খেদারমারা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। সে বড় দুরছড়ি এলাকার পুলিন বিহারী চাকমার মেয়ে।

মঙ্গলবার (১৪ জুন) বিকাল ৫টায় এই ঘটনা ঘটে। এর আগে সোমবার (১৩ জুন) সন্ধ্যায় একই এলাকায় বজ্রপাতে অনার্স প্রথম বর্ষের ছাত্র অর্কো চাকমা মারা যায়।

খেদারমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা জানান, ঝড়ের সময় রুপশী চাকমা উঠানে নারিকেল গাছের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় সেখানে হঠাৎ বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সবাইকে বৃষ্টি ও বজ্রপাতের সময় আরও সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সাথে নিহত ২ জনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply