চার বছরের মধ্যে ৫ম নির্বাচনের পথে ইসরায়েল

|

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট (ডানে) ও পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। ছবি: সংগৃহীত

চার বছরের মধ্যে পঞ্চম নির্বাচনের তোড়জোড় চলছে ইসরায়েলে। অক্টোবরের শেষ নাগাদ হবে ভোটাভুটি। খবর সিএনএনের।

চুক্তি অনুসারে, সোমবারই (২০ জুন) পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ভোটের আগ পর্যন্ত তিনিই পালন করবেন অর্ন্তবর্তী সরকার প্রধানের দায়িত্ব। নতুনভাবে নির্বাচন দেয়ার ফলে, ক্ষমতায় ফেরার সুযোগ তৈরি হলো ইসরায়েলে সবচেয়ে দীর্ঘ সময় শাসন করা রাজনীতিক বেনিয়ামিন নেতানিয়াহুর।

গেল সপ্তাহ থেকেই কোণঠাসা হয়ে পড়ে বর্তমান জোট প্রশাসন। সরকার লক্ষ্য পূরণে ব্যর্থ, এই অভিযোগে দলত্যাগ করেন এক এমপি। আরও অনেকেই দিয়েছেন ছাড়ার হুমকি। এ পরিস্থিতিতে পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচনের ডাক দিয়েছেন বেনেট।

আরও পড়ুন: পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ম্যাকরন

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply