চিকিৎসা শেষে দেশে ফিরছেন রওশন এরশাদ

|

বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। ফাইল ছবি।

চিকিৎসা শেষে আগামী ২৭ জুন দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

বুধবার (২২ জুন) বিরোধীদলীয় নেতার একান্ত সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী ২৭ জুন (সোমবার) বাংলাদেশে ফিরবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। বিরোধীদলীয় নেতা স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে করে রওনা হয়ে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলেও জানানো হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, আগামী ৪ জুলাই জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে রুটিন চেক আপের লক্ষ্যে ব্যাংকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply