বেলারুশ থেকে ইউক্রেনে ব্যাপক হামলার অভিযোগ

|

ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশ বেলারুশ থেকে ব্যাপক বোমা হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। শনিবার (২৫ জুন) ইউক্রেনের উত্তর চেরনিগিভ অঞ্চলের দেশনা গ্রামকে লক্ষ্য করে প্রায় ২০টি বোমা নিক্ষেপ করা হয়। খবর এএফপির।

ইউক্রেনের উত্তর সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, বেলারুশ থেকে নিক্ষেপ করা বোমায় গ্রামটির বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরুর পর বেলারুশ মস্কোকে নানারকম সহায়তা করে আসছে। বিশেষ করে রাশিয়ার মত পশ্চিমাদের নিষেধাজ্ঞার কবলে পড়লেও সরাসরি সংঘাতে জড়ায়নি দেশটি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply