পাঁচ বছর পর ওয়েস্ট ইন্ডিজের ডমিনিকার উইন্ডসর পার্কে আন্তর্জাতিক কোনো ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু তাতে অপেক্ষা আরও বাড়ালো বৃষ্টি। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি এখনও শুরু হয়নি। সময়মতো হয়নি টসও।
বাংলাদেশ সময় রাত এগারটায় টস হওয়ার কথা ছিল। ম্যাচ শুরুর সময় ছিল সাড়ে এগারটায়। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে সময় মতো টস করা যায়নি। ফলে ম্যাচ শুরু হতেও দেরি হচ্ছে।
তবে, স্বস্তির খবর হলো, আপাতত বৃষ্টি নেই। পিচ আপাতত কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
এদিকে দুই দলই মাঠে নেমে শেষ মুহূর্তে গা-গরম করে নিচ্ছে। একটু আগে ম্যাচ অফিসিয়ালরা মাঠে ঘুরে গেছেন। উইকেট, আউটফিল্ডের পরিস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন দু’জনে। তবে অসন্তুষ্টিটা সৃষ্টি হয়েছে বোলিং মার্ক নিয়ে। সেই জায়গাটা এখনও শুকায়নি। তাই এখনও দুই অধিনায়ক টসেও নামতে পারেননি। সে কারণে ম্যাচ শুরু হতেও দেরি হচ্ছে।
/এমএন
Leave a reply