আগাম টিকেটের জন্য গতকাল দুপুর থেকেই লাইনে লোকজন

|

৭ জুলাইয়ের ট্রেনের আগাম টিকিট পেতে একদিন আগেই কমলাপুর রেলস্টেশনে জড়ো হন অনেকে। কেউ কেউ লাইনে দাঁড়িয়েছেন শনিবার দুপুর থেকে। বিকেল থেকে বাড়তে থাকে টিকিটপ্রত্যাশীদের চাপ।

সবার টিকিট পাওয়া নিয়ে সংশয় থাকলেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় মানুষ। নিয়ম অনুযায়ী অর্ধেক অনলাইনে ও বাকি অর্ধেক কাউন্টার দেয়ার কথা থাকলেও অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগ করছেন প্রত্যাশীরা। সেইসাথে টাকা কেটে নিলেও টিকিট না দেয়ার অভিযোগও আছে কারও কারও।

কমলাপুর ছাড়াও রাজধানীর আরও চারটি স্থান থেকে দেয়া হচ্ছে রেলের আগাম টিকিট। ৬টি স্টেশনে ১৩ হাজার ৯০টি কাউন্টারে ২৭ হাজার ৮৮১ আগাম টিকিট দেয়া হয়। প্রতি স্টেশনে ৬ হাজার ৮০০ করে টিকিট দেয়ার কথা।

এদিকে অনলাইনে প্রতি মিনিটে ১৩ হাজার ৯০টি টিকিটের জন্য ১৩ লাখ লোক চেষ্টা করে। আর সে কারণেই সার্ভার জটিলতা দেখা দিয়ে টিকিট পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply