সব প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। এখন মালয়েশিয়ায় কর্মী প্রেরণে আনুষ্ঠানিকতার অপেক্ষা। প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, সর্বোচ্চ ব্যয় হবে ৭৮ হাজার ৯৯০ টাকা। কর্মীর কাছ থেকে এর বেশি নিলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, সরকার নির্ধারিত ব্যয়কে স্বাগত জানিয়েছেন জনশক্তি রফতানিকারকরা। তবে, এটি বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন তারা। এছাড়া সমঝোতা চুক্তির ৬ মাস পরও কর্মী প্রেরণ শুরু করতে না পারায় হতাশ জনশক্তি রফতানিকারকরা। উল্লেখ্য, গত ডিসেম্বরে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে সমঝোতা চুক্তি হয়।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন, দরকার হলে অভিবাসন ব্যয়ের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। সবকিছু চূড়ান্ত হবার আগে কর্মীকে সবধরনের লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
চলতি মাসেই মালয়েশিয়ায় কর্মী প্রেরণে অনলাইন প্রক্রিয়া এবং মেডিকেলের বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ইমরান আহমেদ।
/এমএন
Leave a reply