বার্সেলোনায় সাফল্য এসে ধরা দিত লিওনেল মেসির কাছে। তবে দৃশ্যপট বদলানো শুরু করলো ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) এসে। প্রতিনিয়তই নিজেকে হারিয়ে খুঁজছেন এই আর্জেন্টাইন তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটি’র ডিফেন্ডার ড্যানি মিলস। জানান, প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় ক্লাবের একটিও নিজেদের দলে ভেড়াবে না মেসিকে।
ড্যানি মিলস বলেছেন, আমার দেখা সেরা ফুটলারদের মধ্যে মেসি একজন। ক্যারিয়ারে বহু অর্জন রয়েছে এই আর্জেন্টাইনের। আমি এও জানি ফুটবলার হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিসংখ্যান মেসির চেয়ে ভালো। রোনালদো অনেক বড় খেলোয়াড়। কিন্তু, ফুটবলার হিসেবে মেসিই সেরা।
তবে বর্তমান সময়ের বিবেচনায় প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলের একটিও নিজেদের ডেরায় মেসিকে নেবে না বলে আমি মনে করি।
🤔 “Would you take Lionel Messi right now? Probably not…”
❌ “Man City? No. Liverpool? No. Spurs? I don’t think they would.”
Danny Mills doesn’t think any of the Premier League top six would take Lionel Messi right now pic.twitter.com/SmTj1Fg5Rw
— talkSPORT (@talkSPORT) July 5, 2022
তবে মিলসের এই কথার সাথে দ্বিমত প্রকাশ করেছেন অ্যাস্টন ভিলার সাবেক ফুটবলার গ্যাব্রিয়েল অ্যাবোনলার। তিনি বলেছেন, মেসির খেলার মানটা এখনো অব্যাহত রয়েছে। অনায়াসেই সেসব দলগুলোতে শুরুর একাদশে থাকার যোগ্যতা রয়েছে তার। সূত্র: ডেইলি মেইল।
আরও পড়ুন: রানে ফিরতে কোহলিকে যে পরামর্শ দিলেন বয়কট
জেডআই/
Leave a reply