উত্তরাখণ্ডে নদীতে ভেসে গেল গাড়ি, ‌১ যুবতী বাদে সবার মৃত্যু

|

ছবি: সংগৃহীত

ভারতে সেতু থেকে প্রাইভেটকার ছিটকে নদীতে পড়ে প্রাণ গেছে কমপক্ষে ৯ জনের। শুক্রবার (৮ জুলাই) উত্তরাখণ্ডের রামনগরে ঘটে এ দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঞ্জাব থেকে পর্যটকদের নিয়ে পাহাড়ি অঞ্চলটিতে যাচ্ছিলো গাড়িটি। স্রোতের তোড়ে ভেসে যায় সেটি। এ ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ২২ বছর বয়সী এক নারী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ভয়াবহ এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি। যদিও আর্থিক সহায়তার ব্যাপারে কিছু উল্লেখ করেননি।

ভারতের টানা বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলে নদীর পানির উচ্চতা বেড়ে গেছে। ক্ষতিগ্রস্ত সড়ক ও রেল যোগাযোগ। বেড়েছে দুর্ঘটনা। সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন রাজ্যে। উত্তরাখণ্ডের আবহাওয়া অফিস গত সোমবার জানিয়েছিল, টানা চারদিন হতে পারে ভারি বৃষ্টিপাত। সেই হিসেবে আজকেই তার শেষ দিন হওয়ার কথা।

এর আগে বৃহস্পতিবার উত্তরাখণ্ডে মারা গিয়েছেন সদ্য নির্বাচিত এক গ্রামপ্রধান। বৃষ্টির মধ্যে শপথগ্রহণের অনুষ্ঠানের জন্য বেরিয়ে রাস্তায় ধস নামলে মৃত্যু হয় তার। সূত্র: আনন্দবাজার।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিপাতে ডুবছে শহর, মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply