উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছেন এলেনা রিবাকিনা। তিউনিসিয়ার ওন্স জাবেরকে ৩-৬, ৬-২, ৬-২ গেমে হারিয়ে কাজাখস্থানের প্রথম খেলোয়াড় হিসেবে গ্রান্ডস্ল্যাম জয়ের কীর্তি গড়েছেন রিবাকিনা।
অল ইংল্যান্ড ক্লাবে প্রথম সেটে ধাক্কা খান রিবাকিনা। তাকে ৬-৩ গেমে হারিয়ে আফ্রিকার প্রথম নারী ও আরবের প্রথম খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের হুঙ্কার দেন জাবেরকে। তবে পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাড়ান রিবাকিনা। দ্বিতীয় সেট জিতে নেন ৬-২ গেমে। তৃতীয় সেটেও ছিলেন অনবদ্য। এবারও ৬-২ গেমের জয়ে শিরোপা নিজের করে নেন ২৩ বছর বয়সী রিবাকিনা।
২০১৮ সালে রাশিয়া টেনিস ফেডারেশনের সাথে সম্পর্ক ছিন্ন না করলে হয়তো উইম্বলডন খেলাই হতো না রিবাকিনার। যুক্তরাষ্ট্রে টেনিসের প্রশিক্ষণ নিতে অনেক টাকার দরকার ছিল রিবাকিনার। কিন্তু রাশিয়া ফেডারেশন সাহায্য না করলেও এগিয়ে আসে কাজাখস্তান। তাই কাজাখস্তানের নাগরিকত্ব নিয়ে সেই দেশের হয়ে খেলা শুরু করেন রিবাকিনা। আর ইউক্রেন আক্রমণ করায় নিষিদ্ধ করা হয় রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের।
আরও পড়ুন: যেভাবে ঈদ উদযাপন করছেন বিশ্বের মুসলিম খেলোয়াড়রা
জেডআই/
Leave a reply