ভয়াবহ দূষণের কবলে ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্র। সচেতনতামূলক নানা পদক্ষেপ নিয়েও কমানো যাচ্ছে না প্লাস্টিক দূষণের মাত্রা। বেড়াতে গিয়ে যেখানে সেখানে চিপসের প্যাকেট, পানির বোতল ফেলছেন পর্যটকরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হুমকির মুখে পড়েছে তাদের পরিবেশ।
হিমাচল প্রদেশে চার পাশের সবুজে ঘেরা পাহাড় দেখে যে কারও চোখ জুড়াবে। কিন্তু আশপাশের প্লাস্টিক আবর্জনা সেই সৌন্দর্যকে ম্লান করে দিচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইরে থেকে পানির বোতল, বিভিন্ন খাবারের প্যাকেট এনে ফেলে রেখে যায় পর্যটকরা। যে কারণে গোটা অঞ্চল এখন হুমকির মুখে। নোংরা পরিবেশের কারণে আগ্রহ হারাচ্ছে বিদেশি ভ্রমণ পিপাসুরা।
অর্জুন কুমার নামে শিমলার স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে আগে যে সৌন্দর্য ছিল তা আর নেই। পাশে ডাস্টবিন থাকলেও পর্যটকরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে। তাই সবাইকে বলছি দয়া করে এই জায়গার সৌন্দর্য নষ্ট করবেন না।
স্থানীয় প্রশাসন বলছে, সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। তবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি না হলে দূষণের মাত্রা কমানো কঠিন।
হিমাচল প্রদেশের পর্যটন বিভাগের পরিচালক অমিত ক্যাশাপ বলেছেন, যেসব পর্যটক পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। তবে সবার আগে প্রয়োজন পরিবেশ সম্পর্কে মানুষের পরিষ্কার মনভাব। তাহলেই কমবে দূষণ।
তথ্য বলছে, ভারতে বছরে প্রায় ১৪ মিলিয়ন টন প্লাস্টিক ব্যবহার হয়। পরিবেশ দূষণ রোধে এরই মধ্যে একবার ব্যবহারযোগ্য ১৯ ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করেছে ভারত সরকার।
জেডআই/
Leave a reply