সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক কক্সবাজারে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি ক্যাম্প এলাকায় চলা নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান। তিনি বলেন, আগামী তিন-চার মাসের মধ্যে রোহিঙ্গাদের ছবিসহ নিবন্ধনের কাজ শেষ হবে।
জেনারেল মাসুদ আরও জানান, ইতোমধ্যে ৩০টি ইউনিট নিবন্ধনের কাজ চলছে। ইউএনএইচসিআর ও আইওম এর সাথে সমন্বয় করেই এই নিবন্ধনের কাজ চলছে বলেও জানান তিনি। কাল থেকে মোট ৫০টি ইউনিট নিবন্ধন কাজ করবে।
/কিউএস
Leave a reply