মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে প্রধান কাজ: আবদুর রউফ তালুকদার

|

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। ছবি: সংগৃহীত

আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি বিনিয়োগ বাড়াতে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আবদুর রউফ তালুকদার। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে প্রধান চ্যালেঞ্জ। ডলারের বাজার স্থিতিশীল করতে তদারকি বাড়ানো হবে। রিজার্ভ ব্যবস্থাপনায় থাকবে নজরদারি।

মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকে আসেন নতুন গভর্নর আবদুর রউফ তালুকদার। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন গভর্নর। এরপর সিনিয়র কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক পেশাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। সংস্কার আনার ঘোষণাও দেন তিনি। আবদুর রউফ তালুকদার বলেন, আইএমএফ’র পরামর্শ অনুযায়ী নয়, সংস্কারের ক্ষেত্রে দেশীয় ভাবনার প্রতিফলন হবে।

২০১৮ সালের ১৮ জুলাই অর্থবিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব নেয়ার আগে অর্থ মন্ত্রণালয়ে ১৮ বছরেরও বেশি সময় কাজ করেছেন আব্দুর রউফ তালুকদার। অর্থসচিবের দায়িত্ব পালনকালে ২০১৮-১৯ অর্থবছরে দেশে ৭ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়; যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আরও পড়ুন: ব্যাংকগুলোকে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply