রাশিয়ার কাছ থেকে কেনা ৬টি সুখোই এসইউ-৩০এসএমই যুদ্ধবিমানের প্রথম চালান গ্রহণ করেছে মিয়ানমার। জান্তাবিরোধী আন্দোলনে যোগ দেয়া মিয়ানমার বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তা দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ইরাবতীকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইরাবতী জানিয়েছে, চলতি বছরের মার্চে বিমান দুইটি গ্রহণ করা হলেও আগে এ খবর প্রকাশ করা হয়নি।
জানা গেছে, নতুন সুখোই এসইউ-৩০এসএমই বিমান দুটি নেইপিদো আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হ্যাঙ্গারে মোতায়েন করা হয়েছে। ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে মিয়ানমারের বিমানবাহিনীকে সহায়তা করতে বেশ কয়েকজন প্রশিক্ষক ও টেকনিশিয়ান পাঠানো হয়েছে রাশিয়া থেকে। ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার আগ পর্যন্ত মিয়ানমারে থেকেই কাজ চালিয়ে যাবেন রুশ পাইলট ও টেকনিশিয়ানরা।
এর আগে, ২০১৮ সালে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর মিয়ানমার সফরের সময় ছয়টি এসইউ-৩০এসএমই বিমান বিক্রি করতে সম্মত হয় রাশিয়া। ওই সময় দেয়া এক বিবৃতিতে রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী লে. জে. আলেক্সান্ডার ফোমিন বলেন, এ বিমানগুলোই মিয়ানমারের বিমানবাহিনীর মূল যুদ্ধবিমান হয়ে উঠবে।
/এসএইচ
Leave a reply