বাধ্যতামূলক হিজাব পরার পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক চলছে ইরানে। মঙ্গলবার (১২ জুলাই) মানবাধিকার কর্মীরা নারীদের ঘরের বাইরে হিজাব না পরার আহ্বান জানালে শুরু হয় এ বিতর্ক।
ইরানের মানবাধিকার কর্মীদের দাবি, নারীদের নিপীড়নের লক্ষ্যে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে হিজাবকে। এদিকে, মানবাধিকার কর্মীদের এমন বক্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন দেশটির একদল নারী। তাদের দাবি, নিজের ইচ্ছাতেই হিজাবকে গ্রহণ করেছেন তারা। ধর্মীয় এ পোশাক নিয়ে বিরূপ মন্তব্য ও সমালোচনার পাশাপাশি একে পশ্চিমা মিডিয়ার প্রভাব বলেও দাবি করেন তারা।
প্রসঙ্গত, ইরানের কট্টর রক্ষণশীল সমাজব্যবস্থায় জনসম্মুখে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এ নিয়ম আরোপ করে দেশটির কর্তৃপক্ষ। এ নিয়মের বিরোধিতার জেরে কারাভোগ করতে হয়েছে অনেক মানবাধিকার কর্মীকে।
/এসএইচ
Leave a reply