টেক্সাসে লরিতে নিহত অভিবাসন প্রত্যাশীদের মরদেহ ফেরত নিলো মেক্সিকো

|

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে লরিতে প্রাণ হারানো অভিবাসন প্রত্যাশীদের মরদেহ দেশে ফেরত নিয়েছে মেক্সিকো। বৃহস্পতিবার (১৪ জুলাই) নিজ নিজ শহরে স্বজনদের কাছে মরদেহ পৌঁছে দেয় প্রশাসন। এ সময় পরিবারের সদস্যদের কান্নায় সেখানে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়। খবর ইউএসএ টুডের।

স্বজনদের পাশাপাশি নিহতদের শেষকৃত্যে অংশ নিতে দলে দলে ভিড় জমান স্থানীয়রা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টেক্সাস ট্রাজেডিতে প্রাণ হারানো ২৬ জনের মধ্যে ২৫ জনের মরদেহ ফেরত নিয়েছে সরকার। দুইটি সামরিক ফ্লাইটে নিয়ে যাওয়া হয়েছে তাদের।

এর আগে তাদের শেষকৃত্য সম্পন্ন করতে অর্থ সংগ্রহ করেন মেক্সিকোর বাসিন্দারা। গত মাসে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে টেক্সাসের সান অ্যন্তোনিওতে প্রাণ হারান ৫৩ অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে মেক্সিকোর বাসিন্দা ছিলেন ২৬ জন। এ ঘটনায় পাচারকারী চক্রকে ধরতে তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply