ইসরায়েলের জন্য আকাশসীমা উন্মুক্ত করলো সৌদি আরব

|

ছবি: সংগৃহীত।

এখনও দেশ হিসেবে সৌদি আরবের স্বীকৃতি পায়নি ইসরায়েল। এরইমধ্যে বাইডেনের সফরের আগ মুহূর্তে ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা উন্মুক্ত করলো সৌদি আরব।

বৃহস্পতিবার (১৪ জুলাই) এ ঘোষণা দেয় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (গাগা)। সেখানে বলা হয়, দেশটির আকাশসীমা এখন ইসরায়েলের বিমানের জন্য খুলে দেয়া হলো। আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে এমন কোনো বেসামরিক বিমানের জন্য বৈষম্য করা উচিত নয়। খবর আল জাজিরার।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এমন ঘোষণায় এখন থেকে ইসরায়েলি বিমান চলাচলে আর কোনো বাধা থাকলো না। সৌদি আরবের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর একদিন আগেই বিমান চলাচল চালুর বিষয়ে ইঙ্গিত দিয়েছিল ওয়াশিংটন।

ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সৌদি আরব। বাইডেনের সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন নিয়েও আলোচনা হবে না বলেও জানায় রিয়াদ। তবে সৌদির এ সিদ্ধান্তকে সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply