করোনায় কমলো মৃত্যু ও শনাক্তের হার

|

ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২২৫ জনে। আর করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫১ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জনে। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ১০০টি।

শুক্রবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ। এর আগে বৃহস্পতিবার এই হার ছিল ১১ দশমিক ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply