বান্দরবান সদর উপজেলায় নবগঠিত জামছড়ি ইউনিয়নে শৈ সিং মং নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৫ জুলাই) ৪নং ওয়ার্ড বাঘমারা হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, রাত দেড়টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান শৈ সিং মং। এ সময় তার ঘরে প্রবেশ করে তিনজন মুখোশধারী। পর শৈ সিং মংকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুখোশধারী হওয়ায় নিহতের স্ত্রী উমেনু ও মেয়ে উয়ই সিং দুর্বৃত্তদের কাউকেই চিনতে পারেননি।
পাড়ার প্রধান কারবারি জানান, শৈ সিং মংয়ের পরিবারে দাম্পত্য কলহ ছিল। প্রায়শই তাদের মধ্যে ঝগড়া, মারামারি হতো। শৈ সিং মং পেশায় বর্গাচাষী ছিলেন।
এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের পর তদন্ত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও মেয়েকে আটক করেছে তারা।
/এডব্লিউ
Leave a reply