কক্সবাজারের নয়াপাড়া রেজিস্টার রোহিঙ্গা ক্যাম্পের একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) ভোর রাত ৪টার দিকে এই অভিযান চালায় এপিবিএন। অবৈধ অস্ত্র লুকানো আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় এপিবিএনের উপস্থিতি লক্ষ্য করে রোহিঙ্গা হাজী সুলতানের ঘর থেকে এক ব্যাক্তি দৌড়ে পালিয়ে যায়। এ সময় আই ব্লকের রোহিঙ্গাদের সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। তখন রোহিঙ্গা নূর বারেকের দেখিয়ে দেয়া জায়গায় মাটির নীচ থেকে ২০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নুর বারেককে গ্রেফতার করে এপিবিএন।
/এমএন
Leave a reply