পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় মিনি ট্রাকের চাপায় একই পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছে। নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার জালালপুর নতুনপাড়া গ্রামের জুয়েল হোসেন, সুরুজ্জামান এবং আব্দুল মতিন। নিহতরা সম্পর্কে পরস্পরের আপন চাচা-ভাতিজা হন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৫ জুলাই) রাতে একটি মোটর সাইকেলযোগে সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পাবনার ফরিদপুর উপজেলার ডেমরার দিকে যাচ্ছিলেন তারা। তাদের মোটরসাইকেলটি সাঁথিয়া উপজেলার ছোট পাথাইলহাট এলাকায় পৌছালে একটি অটোভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাদের চাপা দিলে আব্দুল মতিন ঘটনাস্থলেই মারা যান। আহত সুরুজ্জামান ও জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেও মৃত ঘোষণা করেন।
/এসএইচ
Leave a reply