বাবরের টুইটে এতক্ষণে সাড়া দেয়া উচিত ছিল কোহলির: আফ্রিদি

|

ছবি: সংগৃহীত

২০১৯ সালের পর থেকেই সেঞ্চুরি নেই ভারতীয় ব্যাটার ভিরাট কোহলির ব্যাটে। সর্বশেষ ৭ ওয়ানডে ইনিংসে ১৫৮ রান করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। কোহলির এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়ে টুইট করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। যদিও এখনও সেই টুইটের কোনো প্রত্ত্যুত্তর কোহলির পক্ষ থেকে আসেনি। বিষয়টি মনঃপুত হয়নি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির।

বাবরের টুইটের প্রতিক্রিয়ার প্রশংসা করে আফ্রিদি বলেছেন, বাবরের পোস্টে কোহলির একটি দুর্দান্ত প্রতিক্রিয়া হলে তা খুবই ভালো হতো। কারণ খেলাটি চিরপ্রতিদ্বন্দ্বীদের মধ্যে সম্পর্ক উন্নত করে। রাজনীতিবিদদের তুলনায় ক্রীড়াবিদরা এতে অনেক ভালো কাজ করতে পারে।

আফ্রিদির ভাষ্য, বাবর দারুণ একটি বার্তা দিয়েছেন। ওপাশ থেকে কোনো সাড়া এসেছে কিনা জানি না। আমার মনে হয় ভিরাটের এতক্ষণে জবাব দেয়া উচিত ছিল। সূত্র: হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন: কোহলিকে বাদ দেয়ার মতো নির্বাচক ভারতে জন্ম নেয়নি: রশিদ লতিফ

প্রসঙ্গত, কোহলির পক্ষ নিয়ে এক টুইট বার্তায় বাবর লিখেছিলেন, ‘এই দুর্দিনও কেটে যাবে। শক্ত থাকুন।’ এ সময় দু’জনের একটি ছবিও পোস্ট করেন তিনি। হ্যাশট্যাগে দেন কোহলির নাম। বাবরের এই টুইট রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেট পাড়ায়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply