খুলনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

|

খুলনা ব্যুরো:

খুলনা নগরীর চার নম্বর ঘাট কলোনির একটি বস্তি থেকে সাথী বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, সৎ মা ও তার আত্মীয় স্বজনের মারধরের কারণে মাথায় আঘাত পেয়ে সাথীর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ জুলাই) দুপুরে গৃহবধূর নিজ বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ঘাট কলোনির বস্তিতে ইজিবাইক চালক সবুজ হাওলাদার, স্ত্রী সাথী বেগম ও সাত বছরের কন্যা সন্তান বসবাস করতো। বেশ কিছুদিন আগে স্বামী সবুজ কাউকে কিছু না জানিয়ে অন্যত্র চলে যায়। সাথী গৃহস্থলীর কাজ করতো। পাশাপাশি অবস্থান করায় প্রায়ই সৎ মা সাথীকে অত্যাচার করতো। পাঁচদিন আগে সাথীকে সৎ মা লায়লা বেগম ও সৎ মায়ের স্বজনরা সাথীকে বেধড়ক মারধর ও মাথায় আঘাত করলে তার রক্ত বমি হয়। শনিবার বিকালেও তাকে মারধর করলে সাথী অসুস্থ হয়ে পরে। রবিবার সকালে তার মৃত্যু হয়।

পুলিশ এটিকে রহস্যজনক মৃত্যু হিসেবে অভিহিত করে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply