দীর্ঘ অপেক্ষা শেষে মানবদেহে ট্রায়ালের অনুমোদন পেয়েছে করেনার দেশীয় টিকা বঙ্গভ্যাক্স। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান এবং টিকাটির প্রধান পরীক্ষক ডা. মামুন আল মাহতাব এ তথ্য নিশ্চিত করেছেন।
ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত একটি পত্রে গ্লোব বায়োটেক উদ্ভাবিত এই টিকা অনুমোদনের তথ্য জানানো হয়। রোববার (১৭ জুলাই) এ অনুমোদন দেয়া হয়।
এর আগে, দেশে করোনাভাইরাস মহামারি শুরু হলে ২০২০ সালের ২ জুলাই টিকা তৈরির কথা জানায় গ্লোব বায়োটেক। খরগোশের উপর টিকার পরীক্ষামূলক প্রয়োগে ‘সফলতা’ দাবি করে প্রতিষ্ঠানটি।
এরপর মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে চেয়ে গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) আবেদন করে গ্লোব বায়োটেক। বিএমআরসি তখন বানর কিংবা শিম্পাঞ্জির ওপর পরীক্ষামূলক প্রয়োগ করে সংশোধিত আবেদন জমা দিতে বলে। তা মেনে ৫৬টি বানরের উপর পরীক্ষা চালায় গ্লোব বায়োটেক। এ পরীক্ষার ফলাফলের প্রতিবেদন গত বছরের ১ নভেম্বর বিএমআরসিতে জমা দেয় প্রতিষ্ঠানটি।
একই বছরের ২১ নভেম্বর বিএমআরসির ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটির সভায় মানবদেহে বঙ্গভ্যাক্স পরীক্ষার নৈতিক অনুমোদন দেয়ার সিদ্ধান্ত হয়। দু’দিন পর গ্লোবকে সেই চিঠি দেয় বিএমআরসি।
এরপর টিকাটি মানুষের দেহে প্রয়োগের চূড়ান্ত অনুমোদনের জন্য গত বছরের ২৫ নভেম্বর ঔষধ প্রশাসন অধিদফতরে আবেদন করে গ্লোব বায়োটেক।
/এমএন
Leave a reply