মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফর শেষ হতে না হতেই যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞার খড়্গ দিলো ইরান। সাবেক ও বর্তমান ৬১ মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করলো দেশটি।
রয়টার্সের এক খবর বলছে, ওই ৬১ কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনকে সমর্থনের অভিযোগ এনেছে তেহরান। শনিবার (১৬ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মোজাহেদিন-ই খালেককে সরাসরি মদদ দেয় ওয়াশিংটন, যারা ইরান সরকারকে উৎখাত করতে চায়। ইরানের দাবি, গত কয়েক দশকে দেশটির ১৭ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে গোষ্ঠীটি।
এর আগেও বিভিন্ন কারণে মার্কিন নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেয় ইরান। এ নিষেধাজ্ঞার ফলে ইরানে থাকা তাদের যেকোনো সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে তেহরান। গত জানুয়ারিতে ৫১ এবং এপ্রিলে ২৪ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দেয় ইরান।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সংখ্যালঘুদের নেতা কেভিন ম্যাককারথি, সিনেটর টেড ক্রুজ, কোরি বুকার, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা লিংকন ব্লুমফিল্ড। এছাড়া তালিকাভুক্ত হয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি গিউলিয়ানি এবং হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন।
/এডব্লিউ
Leave a reply