মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে অক্সিজেন সিল্ডিন্ডার বোঝাই পিকআপ উল্টে ২ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
রোববার (১৭ জুলাই) রাত ১০টার দিকে সেতুর মুন্সিগঞ্জ অংশে ১৩ নং পিয়ারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের নাম মোঃ রাজু খন্দকার ও মোঃ কাউসার। এদিকে গুরুতর অবস্থায় নারী, শিশুসহ ৩ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় পাঠানো হয়েছে। পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পদ্মা সেতু হয়ে শরীয়পুর থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিল ৮৫টি সিলিন্ডার বোঝাই পিকআপটি। পথিমধ্যে সেতুর ১৩ নং পিয়ারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। খবর পেয়ে দুর্ঘটনায় আহত, নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জানান, পদ্মা সেতুতে দুর্ঘটনায় মোট ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়, যার মধ্যে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়েছে। অপর তিনজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। সেদিনই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়। এরপর পদ্মা সেতুতে নিষিদ্ধ করা হয় মোটরসাইকেল চলাচল।
/এম ই
Leave a reply