শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ভারতের হস্তক্ষেপ প্রশ্নে সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছে মোদি সরকার। এর আগে, ভারতের পার্লামেন্টের মৌসুমী অধিবেশন সামনে রেখে দলগুলোর এক বৈঠকে শ্রীলঙ্কায় হস্তক্ষেপের দাবি তোলে তামিল নাড়ুভিত্তিক দল ডিএমকে এবং এআইএডিএমকে।
আগামীকাল মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাতে ব্রিফিং করবেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী নির্মলা সীতারমন ও ড. এস জয়শঙ্কর। খবর এনডিটিভির।
গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়, শ্রীলঙ্কার জনগণের পাশে দাঁড়িয়েছে ভারত। কারণ তারা গণতান্ত্রিক উপায় ও মূল্যবোধ, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এবং সাংবিধানিক কাঠামোর মাধ্যমে তাদের সমৃদ্ধি এবং অগ্রগতির আকাঙ্ক্ষা অর্জন করতে চায়।
ইতোমধ্যে একশ দিন পার হয়েছে শ্রীলঙ্কায় চলমান আন্দোলনের। এরমধ্যে বিক্ষোভকারীদের চাপে পড়ে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন গোতাবায়ে রাজাপাকসে। যদিও শিগগিরই অর্থনৈতিক সংকট অবসানের কোনও দৃশ্যত অগ্রগতি নেই।
/এমএন
Leave a reply