সুদানের নীলনদ এলাকায় নৃগোষ্ঠীগুলোর মধ্যকার সংঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬৫ জনে। সোমবার (১৭ জুলাই) দেশটির প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী গামাল নাসের জানিয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।
শনিবার থেকেই সুদানের হৌসা এবং বিরতা নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে চলছিল সংঘাত। মূলত জমি অধিগ্রহণ বিষয়ক বিরোধ থেকে গণ্ডগোলের সূত্রপাত। কর্তৃপক্ষের দাবি, নিহতদের বেশিরভাগ তরুণ ও মধ্যবয়সী পুরুষ। সবাই ধারালো অস্ত্রের আঘাতে বা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
স্থানীয় হাসপাতালগুলোয় আহতদের ভর্তি করা হলেও রয়েছে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের সংকট। তাই হেলিকপ্টারের মাধ্যমে কমপক্ষে ১৫ মুমূর্ষু রোগীকে নেয়া হয়েছে রাজধানীতে।
অঞ্চলটির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামরিক এবং আধা-সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
/এডব্লিউ
Leave a reply